সাইবার হামলাকারীদের তথ্যের জন্য ৮৬ কোটি টাকার পুরস্কার ঘোষণা

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হামলায় নিয়োজিত ‘যে কোনও ব্যক্তির শনাক্তকরণ বা অবস্থান’ সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ধরনের হামলাকারীদের বিষয়ে তথ্য দিতে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৮৬ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, তারা বিশেষ করে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার ছয় কর্মকর্তার তথ্য চাইছে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে প্রভাবিত করে এমন সাইবার কার্যকলাপের সঙ্গে যুক্ত অপরাধমূলক ষড়যন্ত্রে তাদের ভূমিকা রয়েছে। ফলে তাদের ব্যাপারে আরও তথ্য জানতে চায় ওয়াশিংটন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই কর্মকর্তাদের ২০১৭ সালের ম্যালওয়্যার আক্রমণের জন্য অভিযুক্ত করে। মার্কিন ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে ওই সাইবার হামলা চালানো হয়েছিল।