টানা তিন সপ্তাহে ৩ বার গ্রেফতার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মার্কিন নাগরিককে গত তিন সপ্তাহে তিনবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তার বাড়ির সামনের লনে পাখির খাবার ট্রে অনেক বেশি।

৭১ বছর বয়সী ডোনাল্ড অ্যান্টালের বিরুদ্ধে কয়েকজন প্রতিবেশী অভিযোগ করেছেন। তাদের দাবি, সম্প্রতি তার বাড়িতে প্রায় দুই ডজন পাখির খাবার ট্রে দেখা গেছে। এটি সডুস পয়েন্ট গ্রামের স্থানীয় আইনের লঙ্ঘন।

ওয়েইন কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, বারবার স্থানীয় বিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত অ্যান্টাল। তিনি বাড়ির সামনে খাবারের ট্রেতে পাখির খাওয়ার বীজ ও বাদাম রেখেছেন। যা পাখিদের অনেক বেশি আকৃষ্ট করে।

এবিসি’র সহযোগী ১৩ডব্লিউএইচএএম এক প্রতিবেদনে জানায়, স্থানীয় আইনে একটি বাড়িতে দুটি খাবারের ট্রে রাখার অনুমোদন দেওয়া হয়েছে এবং এগুলোকে ভূমি থেকে পাঁচ ফুট উপরে স্থাপন করতে হবে।

আগেরবার গ্রেফতারের সময় অ্যান্টালের বিরুদ্ধে বেআইনিভাবে বণ্যপ্রাণীকে খাওয়ানোর অভিযোগ আনা হয়েছিল। তখন তিনি উপস্থিতির টিকিটে মুক্তি পান।

এই গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা হতবাক হয়েছেন। একজন লিখেছেন, শেষ পর্যন্ত পুলিশ যে কোনও কাজে ভালো তা জানতে পারলাম: বেশি পাখির খাবার ট্রে রাখার জন্য একজন বয়স্ক নাগরিককে গ্রেফতার করলো তারা।

সূত্র: এনডিটিভি