যুক্তরাষ্ট্রে ব্যস্ত সড়কে এলোপাতাড়ি গুলি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডিসিতে বন্দুকধারীর ছোড়া এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগ টুইটবার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (১৯ জুন) বন্দুক হামলার ঘটনা ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। যেখানে গুলির ঘটনা ঘটেছে তার পাশেই চলছিল একটি কনসার্ট। ব্যস্ত সড়কে অনেক মানুষের আনাগোনা ছিল।

এক ভিডিওতে দেখা গেছে, হামলার পর সড়কে পড়ে থাকা লোকদের সাহায্য করছে পুলিশ কর্মকর্তারা। কতজন লোক আহত হয়েছেন তা স্পষ্ট করেনি স্থানীয় কর্তৃপক্ষ। হামলাকারীকেও শনাক্ত করা যায়নি। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে। টেক্সাস ও নিউ ইয়র্কে বড় দুটি বড় বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থীসহ ২৯ জনের বেশি লোক নিহত হয়েছেন। বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের (জিভিএ) বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত নির্বিচারে গুলিবর্ষণের অন্তত ২১২টির বেশি ঘটনা ঘটেছে।