কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে ৬০টির বেশি গুলি করে মার্কিন পুলিশ

যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে তাড়া করার ভিডিও প্রকাশ করেছে মার্কিন পুলিশ। আকরনে পুলিশি এই তাড়া করা শেষ হয় গুলিবিদ্ধ হয়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর মধ্য দিয়ে। ভিডিওতে দেখা গেছে, তাড়া করার সময় কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশ ৬০টির বেশি গুলি ছুড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

পুলিশ জানায়, তাদের ধারণা ২৫ বছর বয়সী জেল্যান্ড ওয়াকার প্রথমে গুলি ছুড়েন এবং কর্মকর্তারা তাদের জীবন নিয়ে আতঙ্কে ছিলেন। ২৫ জুন রাতে গাড়ি থামিয়ে তল্লাশীর সময় এই ঘটনা ঘটে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, যখন গাড়ি থেকে দৌড় দেন ওয়াকার তখন তিনি সশস্ত্র ছিলেন না। কিন্তু পুলিশ বলছে পরে গাড়ির ভেতর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভ শুরু হওয়ার পর আকরনের মেয়র স্থানীয় জনগণকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন।

রবিবার ভিডিওটি প্রকাশের মেয়র ড্যানিয়েল হরিগ্যান বলেন, এই ভিডিওটি হৃদয় বিদারক।

অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ডেভ ইয়োস্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে, সম্পূর্ণ, নিরপেক্ষ ও বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করা হবে। আকরন পুলিশও পৃথক তদন্তের ঘোষণা দিয়েছে।

এই ঘটনায় জড়িত আট পুলিশ কর্মকতার মধ্যে সাতজন শ্বেতাঙ্গ এবং একজন কৃষ্ণাঙ্গ। তাদেরকে বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

নিহত ওয়াকারের পরিবারের এক আইনজীবী জানান, মাটিতে লুটিয়ে পড়ার পরও পুলিশ কর্মকর্তারা গুলিবর্ষণ করতে থাকেন।

জেল্যান্ড ওয়াকারের গাড়ি ২৭ জুন রুটিন ট্রাফিক তল্লাশীর জন্য থামানো হয়। গাড়ির ভেতর থেকে একটি গুলির শব্দ শোনা যায়। ট্রাফিক ক্যামেরায় ধরা পড়া ছবিতে তা মাজল ফ্ল্যাশ বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের বডি ক্যামেরার ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, স্কি মাস্ক পরা একটি ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে একটি কার পার্কের দিকে দৌড়াতে শুরু করেন। গুলিবর্ষণের আগে দশ সেকেন্ডের মতো তাকে তাড়া করেন পুলিশ কর্মকর্তারা। এক পুলিশ কর্মকর্তা শুরুতে স্টান গান ব্যবহারের চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন।

পুলিশ প্রধান মাইলেট বলেছেন, একটি আলোকচিত্রে দেখা গেছে ওয়াকার তার কোমরে হাত দিতে যাচ্ছেন এবং আরেকটিতে দেখা গেছে তিনি একজন কর্মকর্তার দিকে ফিরছেন। তৃতীয় আরেকটি ছবিতে তার হাতের বাহুর গতিবিধি ধরা পড়েছে।

ভিডিওটি প্রকাশের পর বিক্ষোভকারীরা আকরনে শান্তিপূর্ণ মিছিল করেছেন এবং শহরের আইনকেন্দ্রের সামনে জড়ো হন।