শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলাকারী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৪ জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি চালানো বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবার্ট ই ক্রিমো নামের ওই ব্যক্তির বয়স ২২ বছর। ধাওয়া করে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার হাইল্যান্ড পার্ক শহরের ওই হামলায় ছয় জন নিহত এবং ২৪ জন আহত হওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এটিই যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি চালানোর সর্বশেষ ঘটনা। এদিন প্যারেড শুরু হওয়ার কয়েক মিনিটের মাথায় পার্শ্ববর্তী দোকানের ছাদ থেকে গুলি চালায় সন্দেহভাজন বন্দুকধারী।

এর আগে গত ২৪ মে টেক্সাসের উবালদেতে একটি প্রাথমিক স্কুলে এক হামলায় ১৯ শিশু এবং দুই শিক্ষক নিহত হন। ১৪ মে নিউ ইয়র্কের বুফেলোতে একটি মুদি দোকানে গুলিবর্ষণে ১০ জন নিহত হন।

সোমবারের ঘটনায় ঘণ্টাব্যাপী অনুসন্ধানের পর সন্দেহভাজন হামলাকারী রবার্ট ই ক্রিমোকে গ্রেফতারে সমর্থ হয় পুলিশ।