ট্রাম্পের বাড়িতে পাওয়া গেছে ‘গোপনীয়’ লেখা খালি খাম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে এফবিআই-এর উদ্ধারকৃত নথির বর্ণানুক্রমিক তালিকা প্রকাশ করেছে দেশটির একটি আদালত। গত মাসে এক তল্লাশী অভিযানে এসব উদ্ধার করা হয়েছিল। প্রকাশিত তালিকা অনুসারে, এজেন্টরা ৩৩টি বক্স নথি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে কয়েক ডজন খালি খাম রয়েছে, যেগুলোতে লেখা ছিল গোপনীয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আদালতের প্রকাশ করা তালিকায় দেখা গেছে, ট্রাম্পের কার্যালয় থেকে গোপন ও অতি গোপন চিহ্নিত বেশ কয়েকটি নথি উদ্ধার করা হয়েছে।

৮ আগস্ট যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনও অপরাধের তদন্তে কোনও সাবেক প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালানো হয়। ফ্লোরিডার মার-এ-লাগোতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেয় এফবিআই ও ডিপার্টমেন্ট অব জাস্টিস। অসদাচরণের কথা অস্বীকার করে ট্রাম্পের দাবি, এসব নথি গোপনীয় ছিল না, প্রকাশ হয়ে যাওয়া।

৮ আগস্ট মার-এ-লাগোতে উদ্ধার করা নথির তালিকায় রয়েছে, গোপনীয় চিহ্নিত ৩টি নথি, গোপন চিহ্নিত ১৭টি নথি, অতি গোপনীয় চিহ্নিত ৭টি নথি, গোপনীয় লেবেলযুক্ত ৪৩টি খালি খাম, স্টাফ সেক্রেটারি/সামরিক সহকারীর কাছে ফেরত দিন চিহ্নিত ২৮টি খালি খাম।

আইন অনুসারে, দায়িত্ব ছাড়ার পর মার্কিন প্রেসিডেন্টদের তাদের সব নথি ও ইমেইল ন্যাশনাল আর্কাইভে জমা দিতে হয়। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, হোয়াইট হাউজ তেকে মার-এ-লাগোতে নিয়ে যাওয়া নথিগুলো অনুপযুক্তভাবে পরিচালনা করেছেন কিনা।