যুক্তরাষ্ট্রে চীনা ‘পুলিশ স্টেশন’ নিয়ে ‘খুব উদ্বিগ্ন’ এফবিআই

চীন সরকার কর্তৃক যুক্তরাষ্ট্রে অনুমতিহীন ‘পুলিশ স্টেশন’ স্থাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। বৃহস্পতিবার তিনি মার্কিন আইনপ্রণেতাদের কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

 ইউরোপভিত্তিক মানবাধিকার সংস্থা সেফগার্ড ডিফেন্ডার্স সেপ্টেম্বরে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে বলা হয়েছে, নিউ ইয়র্কসহ বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে চীনা পুলিশের কয়েক ডজন ‘সার্ভিস স্টেশন’ রয়েছে।

এই স্টেশনগুলোর প্রভাব সম্পর্কে বাইডেন প্রশাসনের কাছ থেকে জবাব চেয়েছিলেন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান নেতারা।

মার্কিন সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে এফবিআই পরিচালক রে বলেন, আমি এই বিষয়ে খুব উদ্বিগ্ন। এই স্টেশনগুলোর উপস্থিতি সম্পর্কে আমরা অবগত।

তবে শুনানিতে এফবিআই-এর অনুসন্ধান কাজ সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।

এফবিআই প্রধান বলেন, কিন্তু নিউ ইয়র্কে চীনা পুলিশ যথাযথ সমন্বয় ছাড়াই নিজেদের স্টেশন গড়ে তোলার যে চেষ্টা করছে তা আমার কাছে আপত্তিকর। এটি সার্বভৌমত্ব লঙ্ঘন করে।

রিপাবলিকান সিনেটর রিক স্কট তার জানতে চান, চীনা পুলিশের এই পদক্ষেপ মার্কিন আইনের লঙ্ঘন কিনা। জবাবে তিনি বলেছেন, এফবিআই আইন দিক খতিয়ে দেখছে।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে রয়টার্সে পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস।