ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট যেভাবে ফিরিয়ে দিলেন ইলন মাস্ক

অনেক জলঘোলার পর অবশেষে আবারও টুইটার অ্যাকাউন্টে ফিরছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অ্যাকাউন্ট পুনরুদ্ধারে টুইটার ব্যবহারকারীদের কাছে মতামত চাওয়া হয়। জরিপে ট্রাম্পের পক্ষে বেশি ভোট যাওয়ায় নিষেধাজ্ঞা তুলে নিলেন টুইটারের নতুন মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে জরিপ শুরু করেন ইলন মাস্ক। সেখানে তিনি টুইটার ব্যবহারকারীদের কাছে জানতে চেয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করা উচিত কিনা। জরিপে ফলোয়ারদের কাছে মতামত চান বিশ্বের এই শীর্ষ ধনী। এতে দেখা গেছে, ৫১.৮ শতাংশ ট্রাম্পের পক্ষে আর বিপক্ষে গেছে ৪৮.২ শতাংশ।

অবশ্য শনিবার জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে ফিরে না আসার ব্যাপারে জানান ডোনাল্ড ট্রাম্প। তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর ট্রুথ সোশ্যাল নামে একটি অ্যাপ চালু করেছিলেন। সেখানেই তিনি থাকবেন বলে জানান।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ায় ফলাফল উল্টে দিতে সমর্থকদের উসকে দেন ট্রাম্প। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুককে ব্যবহার করেন তিনি। গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় ভূমিকার জন্য ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়।

সম্প্রতি টুইটারের মালিকানা কিনে নেওয়ার তার অ্যাকাউন্ট ফিরে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেন মাস্ক। মাস্ক টুইট বার্তা বলেন, মানুষ এখন কথা বলছে। ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে।

প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের সময় ৮৮ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ছিল। প্রেসিডেন্ট থাকাকালীন টুইটারে প্রতিপক্ষকে আক্রমণ, রাজনৈতিকসহ নানা ধরনের পোস্ট করে আলোচনায় থাকতেন তিনি।