গুগলের ভুলে 'মুসলিমরা সন্ত্রাসবাদ সমর্থন করে'

nonameসার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের এক ‘ভয়ংকর ভুল’ মুসলমানদের সন্ত্রাসবাদের সমর্থক বানিয়ে দিয়েছে। গুগল সার্চে "Muslims report terrorism"- লিখতে গেলে ওঠে আসছিল "Muslims Support terrorism"। অবশ্য এ ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গেই গুগুল তা সংশোধন করে নিয়েছে।
গুগল দাবি করেছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা ম্যানুয়ালি করা হয়নি। গুগলের অটো কারেকটিংয়ের কারণে এটা ঘটেছে। সার্চ ইঞ্জিনের পক্ষ থেকে বলা হয়, প্রচুর মানুষ "Muslims support acts of terror" লিখে গুগলে সার্চ করেন। গুগলের অ্যালগরিদম অটো কারেকটিং ব্যবস্থার কারণে "Muslims report terrorism"-এর জায়গায় "Muslims Support terrorism” চলে আসে। আপাতত গুগল সার্চের অটো কারেকশন তুলে দেওয়া হয়েছে।
ব্লগার হিন্দ মাক্কি প্রথম বিষয়টি লক্ষ্য করেন। মুসলিম সম্প্রদায়ের বহু মানুষও সন্ত্রাসের অভিযোগ করেন বিষয়টি খুঁজতে গিয়ে তিনি লিখেন, "Muslims report terrorism"। তাতেই বিভ্রান্তি ধরা পড়ে।
মাক্কি বলেন, প্রথমে হাসি পেলেও পরে খারাপ লাগে। আমি জানি এটা গুগলের ভুল নয়। খারাপ লাগার কারণ হলো এ থেকে প্রমাণিত হয় পৃথিবীর বিশাল সংখ্যক মানুষ মনে করেন মুসলমানরা সম্প্রদায় সন্ত্রাসবাদকে সমর্থন করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/