যুক্তরাষ্ট্রে উড়ছে চীনের গোয়েন্দা বেলুন, প্রস্তুত এফ-২২ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের আকাশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন চীনা গোয়েন্দা নজরদারি বেলুন শনাক্তের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন। গত কয়েকদিন বেলুনটি স্পর্শকাতর স্থান দিয়ে উড়েছে জানিয়ে এর গতিবিধির ওপর গভীরভাবে নজর রাখছে বাইডেন প্রশাসন।

প্রতিরক্ষা দফতর জানিয়েছে, বিশালাকৃতির চীনা বেলুনটিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার ওপর দিয়ে উড়তে দেখা গেছে। এটিকে যেকোনও উপায়ে গুলি করে ভূপাতিতর কথা ভাবলেও ধ্বংসাবশেষ মানুষের জন্য ঝুঁকি থাকায় আপতাত এর বিরুদ্ধে সংশ্লিষ্টরা। বুধবার (১ ফেব্রুয়ারি) মন্টানার বিলিংস শহরে দেখা যাওয়ার আগে আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ এবং কানাডার ওপর দিয়ে যায়।

বেলুনের ঘটনায় ইতোমধ্যে অবগত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, একটি এফ-২২ যুদ্ধ বিমান প্রস্তুত আছে। হোয়াইট হাউজ ওই গোয়েন্দা বেলুনটিকে গুলি করার নির্দেশ দিলেই ভূপাতিত করা হবে।

বেলুনটি কোনও হুমকি হয়ে দাঁড়াবে কিনা সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার জরুরি বৈঠকেও বসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জেনারেল মার্ক মিলিসহ আরও অনেকে।

যদিও এই বেলুনটি নিয়ে চীনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বুধবার থেকে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আকাশে একটি বেলুন ওড়ার ভিডিও ও ছবি শেয়ার করেন। এটিকে অনেকে চাঁদ ভেবে বিস্ময় প্রকাশ করেন। সূত্র: বিবিসি