বরেণ্য কথাশিল্পী হারপার লি’র জীবনাবসান



বরেণ্য মার্কিন কথাশিল্পী হারপার লি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৯ বছর। ১৯৬১ সালে নিজের বিখ্যাত উপন্যাস টু কিল এ মকিংবার্ড গ্রন্থটি লিখে তুমুল জনপ্রিয়তা লাভ করেন পুলিৎজার জয়ী এ ঔপন্যাসিক।

হারপার লি’র নিজ শহরের মেয়র মাইক কেনেডি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

noname

হারপার লি’র মৃত্যুতে মার্কিন সাহিত্য অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।

নিয়েলসেন ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হারপার লি’র উপন্যাস গো সেট অ্যা ওয়াচম্যান। এটি বিক্রি হয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন কপি। এটি হারপার লি'র দ্বিতীয় উপন্যাস, যা তার প্রথম বই প্রকাশের ৫৫ বছর পর প্রকাশিত হয়।

নিজের প্রথম বই টু কিল আ মকিং বার্ড লেখক হিসেবে হারপার লি’কে খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। এই উপন্যাসটির জন্যই তিনি পুলিৎজার পুরস্কার পান তিনি। উপন্যাসটি অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ১৯৬২ সালে অস্কার পুরস্কার লাভ করে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/