যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশ বললেন ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছে। দুবাই ও চীনের অবকাঠামোর সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে এ অব্স্থার পরিণত করবেন বলে অঙ্গীকারও করেন তিনি।
উতাহ-এর সল্ট লেক সিটিতে মঙ্গলবার  অনুষ্ঠিতব্য প্রাইমারির আগে এক র‍্যালিতে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বন্ধুরা, আমরা তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছি। আপনার যদি দুবাই ও চীনে ভ্রমণ করেন, ওই সব স্থানের সড়ক ও রেলপথগুলো খেয়াল করেন। দেখেন তাদের বুলেট ট্রেন রয়েছে যা ঘণ্টায় ১০০ মাইল গতিতে ছোটে। আর আপনি যদি নিউ ইয়র্কে যান, দেখবেন তা ১০০ বছরের পুরনো।’
বক্তব্যে ট্রাম্প জানান, তার অধীনে যুক্তরাষ্ট্র আইএসকে বিতাড়িত করবে এবং দেশকে নতুন করে গড়ে তুলবে। তিনি বলেন, ‘যখন বাণিজ্যের কথা আসে তখন আমাদের আরও স্মার্ট হতে হবে কারণ আমাদের দেশটি গরিব। আমরা আমেরিকাকে আবার বিখ্যাত করতে চাই। এখন তা বিখ্যাত নয়। এ জন্য আমাদের শিক্ষা দরকার।’
ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপকে ক্ষতিকর বাণিজ্য চুক্তি উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে চুক্তি করবেন। তিনি বলেন, ‘এটা মুক্ত বাণিজ্যের প্রশ্ন নয়। মুক্ত বাণিজ্য ভালো। কিন্তু এর সমস্যা হলো, এক্ষেত্রে আমাদের স্মার্ট মানুষের দরকার।’

ট্রাম্প আরও বলেন,  ‘আমি যদি প্রেসিডেন্ট হই, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি তাদেরকে (মেক্সিকো) দেয়াল নির্মাণের টাকা দিতে হবে। এবং এতে তারা অনেক অনেক খুশি হবে।’

গত মঙ্গলবার দ্বিতীয় সুপার টিউসডে তে ফ্লোরিয়া, ইলিনয়স ও নর্থ ক্যারোলিনায় জয়ী হওয়ার পর সল্ট লেক সিটিতে প্রথম র‌্যালি করলেন।  

আগামি ২২ মার্চ সামোয়া, উতাহ ও আরিজোনাতে প্রাইমারি অনুষ্ঠিত হবে। সেখানে শতাধিক ডেলিগেটস আছেন। রিপাবলিকান দলে ৬৭৮ ডেলিগেট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। তার পেছনে ৪২৩ ডেলিগেটস নিয়ে রয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে ট্রাম্পের প্রয়োজন ১ হাজার ২৩৭ জন ডেলিগেটস। সূত্র: টাইমস অব ইন্ডিয়া