কাতারের বিমান নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ধমক দিলেন ট্রাম্প

কাতারের কাছ থেকে উপহার হিসেবে বোয়িং ৭৪৭ উড়োজাহাজ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এই উপহার নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি’র এক সাংবাদিককে প্রকাশ্যে ধমক দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, তাকে ‘এখান থেকে বেরিয়ে যান’ বলেও চিৎকার করেছেন ট্রাম্প। বুধবার (২২ মে) হোয়াইট হাউজে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকের সময় এই ঘটনার সূত্রপাত। এনবিসিসহ মার্কিন সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে হাসিমুখেই শুরু হয়েছিল ওই বৈঠক। তবে অল্প সময়ের মধ্যে বৈঠকে উত্তেজনা ছড়ায়। বৈঠকে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা ও তাঁদের জমি দখলের মিথ্যা অভিযোগ তোলেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো বিতণ্ডায় না জড়িয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করেন রামাফোসা।

এমন সময় কাতারের দেওয়া বোয়িং ৭৪৭-কে ভবিষ্যতের ‘এয়ার ফোর্স ওয়ান (প্রেসিডেন্টের কাজে ব্যবহার)’ হিসেবে রূপান্তর করার বিষয়ে প্রশ্ন তোলেন এনবিসি’র ওই সাংবাদিক।

জবাবে ট্রাম্প বলেন, ‘আপনি কী বলছেন? এই প্রশ্নের কোনও মানে হয় না। কাতারি জেট নিয়ে প্রশ্নের কোনও প্রাসঙ্গিকতা নেই এই আলোচনায়।’

এরপরপরই ওই সাংবাদিককে ধমক দিয়ে ট্রাম্প বলেন, ‘এখান থেকে বেরিয়ে যান। তারা আমাদের বিমানবাহিনীকে একটি জেট দিয়েছে, এটা খুব ভালো একটা বিষয়। আপনি একজন ভয়ংকর রিপোর্টার। আপনার রিপোর্টার হওয়ার যোগ্যতাও নেই, আপনি যথেষ্ট বুদ্ধিমান নন।’

ট্রাম্প অভিযোগ করেন, ওই সাংবাদিক আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছেন।

এরপরেই এনবিসি ও এর মূল কোম্পানির কমকাস্টের সিইও ব্রায়ান রবার্টসকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই কোম্পানি ও এর নেতৃত্বাধীন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। আপনারা যেভাবে সংবাদমাধ্যম পরিচালনা করছেন, তা সত্যিই লজ্জাজনক। আপনার কাছ থেকে আর কোনও প্রশ্ন নেওয়া হবে না।’

কাতারের উপহারের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ‘আপনি যে বিষয়ে কথা বলছেন সেটা হলো এমন একটি জেট যা যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সকে দেয়া হয়েছে। আর এটি অত্যন্ত ভালো একটি কাজ। পাশাপাশি আরও ৫.১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগও দিয়েছে তারা।’

সিএনএনের বরাতে প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কাতার থেকে একটি বোয়িং ৭৪৭ গ্রহণ করেছেন। বিমানটি নিরাপত্তা ও মিশন উপযোগী রূপান্তরের পর প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।

পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, বিমানটি ‘আমার জন্য নয়! বিমানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে দেয়া হয়েছে, আমাকে নয়! এটি একটি দেশের (কাতার) পক্ষ থেকে দেয়া উপহার। দেশটিকে আমরা বহু বছর ধরে সফলভাবে সুরক্ষা দিয়ে আসছি।’

তথ্য অনুযায়ী, কাতারের রাজপরিবার এই বিমানের উপহারমূল্য নির্ধারণ করেছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার।