সারাদেশে চলছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

Vitamin-A-672x372

আজ শনিবার সারাদেশে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলছে। টিকা খাওয়ানোর এ কর্মসূচির আওতায় দেশের ২ কোটি দশ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধিসহ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক এ প্লাস ক্যম্পেইন এর উদবোধন করেন। রাজধানীর শিশু হাসপাতালে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে তিনি এর উদ্বোধন করেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারে সারা দেশে এক লাখ ২০ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং এক বছর থেকে ৫ বছরের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। 

এ ক্যাপসুল ভরা পেটে খাওয়াতে হবে। শিশু কান্নাকাটি করলে ওই সময় এ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে মন্ত্রণালয় জানিয়েছে।

/জেএ/এসটি/