চিকিৎসকদের গবেষণায় গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ-এর ৩য় আন্তর্জাতিক কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। (ছবি: পিআইডি)সরকার সব সময়ই স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার উন্নয়নে গবেষণা কার্যক্রম করার ওপর গুরুত্বারোপ করেছে সরকার। তাই চিকিৎসকদের গবেষণার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে।’ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ‘অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ’ (এপিএসবি)-এর ২ দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিগগিরিই চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দুই জন উপাচার্য নিয়োগ করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, ‘বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যখাত অনেক দূর এগিয়ে গেছে। স্বাস্থ্য সংক্রান্ত অনেক বিষয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মানুষের গড় আয়ু বেড়েছে। মাতৃ মৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার কমেছে।’ তবে প্রয়োজনের তুলনায় শিশু সার্জারি বিশেষজ্ঞদের সংখ্যা অপ্রতুল জানিয়ে তিনি  আরও বলেন, ‘এ কারণে শিশু সার্জারি বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ। 

/জেএ/এমএনএইচ/