সরকার সাংবাদিক শিমুল হত্যাকারীদের শাস্তির ব্যবস্থা করবে: স্বাস্থ্যমন্ত্রী

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাংবাদিক শিমুলের হত্যাকারী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সরকার। সাংবাদিক শিমুলের স্ত্রীর জন্য এরই মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে চাকরির ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রবিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নবসজ্জিত জরুরি বিভাগ ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এসময় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক জানিয়ে নাসিম বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন দেশের একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও নিষ্ঠাবান রাজনীতিক। সাতবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেছিলেন, তিনি ছিলেন জনমানুষের কল্যাণে নিবেদিত প্রাণ।’
পরে তিনি হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস কাউন্টার উদ্বোধন করেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রমের খোঁজ নেন।
এসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, হাসপাতালের পরিচালক ডা. উত্তম বড়ুয়া, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাকসুদুল আলমসহ মন্ত্রণালয় ও হাসপাতালের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

‘সার্চ কমিটি নিরপেক্ষ ইসি গঠন করলে ইতিহাস সৃষ্টি হবে’

সংসদ চত্বরে সুরঞ্জিত সেনগুপ্তকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা



/জেএ/টিআর/