‘বাহক মশার অনুপ্রবেশই ম্যালেরিয়া রোধে বড় চ্যালেঞ্জ’

হাসপাতালে চিকিৎসাধীন ম্যালারিয়া রোগী (ফাইল ছবি)সীমান্তবর্তী দেশগুলোতে ম্যালেরিয়ার প্রকোপ এবং বাহক মশার অনুপ্রেবশ ঠেকানোই ম্যালেরিয়া রোধে বড় চ্যালেঞ্জ, বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতর এসব কথা জানায়।
এবারের ম্যালেরিয়া দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘চিরতরে ম্যালেরিয়া হোক অবসান’। আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে দেশে ম্যালেরিয়ার উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। তাই ‘জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি’ ২০৩০ সাল নাগাদ ম্যালেরিয়া চিরতরে অবসান করার রূপরেখা প্রণয়ন করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সবচেয়ে বেশি ম্যালেরিয়ার ঝুঁকি রয়েছে। এসময় জনসাধারণকে সপৃক্ত করা ব্যতীত ম্যালেরিয়া চিরতরে অবসান করা সম্ভব হবে না, বলেও জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা উপস্থিত ছিলেন।

/জেএ/এমও/