‘সর্বজনীন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে’

 

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ (ছবি: সংগৃহীত)বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসাসেবায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, রোগ নির্ণয় ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘দেশের মানুষের জন্য সর্বজনীন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।’ শনিবার রাজধানীর একটি হোটেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাফি মেশিন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘পপুলার হাসপাতাল এই প্রযুক্তি এনেছে। ব্যবহার শুরু করেছে। কিন্তু শুধু বেসরকারি হাসপাতালে থাকলে হবে না, ছড়িয়ে দিতে হবে বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালেও। একইসঙ্গে হাসপাতালে এসব প্রযুক্তি ব্যবহারের ব্যয় মানুষ বহন করতে পারবে কিনা, সেই বিষয়গুলোও আমাদের ভাবতে হবে।’

অনুষ্ঠানে জানানো হয়,এই আল্ট্রাসনোগ্রাফি মেশিনের মাধ্যমে ব্রেস্ট টিউমারসহ বিভিন্ন রোগ দ্রুত নির্ণয় করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টি আই এম আব্দুল্লাহ আল ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন পপুলার গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ডা.মোস্তাফিজুর রহমান।

/জেএ/এমএনএইচ/