চিকুনগুনিয়ায় কেউ মারা যায়নি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি, বলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জাতীয় সংসদে জানিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।

সংসদে স্বাস্থ্যমন্ত্রী (ফাইল ছবি)স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত সম্ভাব্য চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৭৯ জন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৩৯৪ জন। ঢাকার বাইরে সারা দেশে ১৮৫ জন। আইসিসিডিআর-এ প্রাপ্ত রক্তের নমুনা পরীক্ষায় ৯৮০ জন চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে।

ডেপুটি স্পিকার অ্যাভভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানান, চলতি বছরের জুলাই পর্যন্ত সাত মাসে মাদক অপরাধের জন্য ৫৯ হাজার ৭৮৩টি মামলা (সব সংস্থা মিলে) দায়ের হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৭৫ হাজার ৩২৯ জনকে। আর ২০১৬ সালে ৬৯ হাজার ৭৩৯টি মামলা হয়। এসব মামলায় আসামি ৮৭ হাজার ১৪ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের অধিকাংশ জায়গায় মাদকের সিন্ডিকেট সনাক্ত করা সম্ভব হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়া নতুন নতুন লোক মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে বলে সিন্ডিকেটের তালিকা প্রণয়নের কাজও চলছে।’