হাসপাতালের বিল পরিশোধ হয়েছে, বাড়ি যাচ্ছে মুনতাসির

অবশেষে কনজেনিটাল ডিজিজে আক্রান্ত মুনতাসিরের (৭) পরিবার এমএইচ শমরিতা হাসপাতাল নির্ধারিত বিল পরিশোধ করেছে। বিল পরিশোধের পর সোমবার রাতে বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছে তারা।

মুনতাসির (৭)মুনতাসিরের মা মোমেনা বেগম বলেন, ‘হাসপাতাল থেকে যে বিল দেওয়া হয়েছিল তার সব টাকা আমরা পরিশোধ করেছি। এখন বাড়ি যাচ্ছি।’ টাকা কিভাবে যোগাড় হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজী বাহার এবং অন্যরা যারা টাকা দিতে চেয়েছিলেন তারাই টাকা দিয়ে সাহায্য করেছে। এছাড়া হাসপাতাল থেকেও কিছু টাকা ছাড় দিয়েছে।’

মুনতাসিরের ভাই বলেন, ‘আমাদের ট্রেন রাত আটটায় ছিল। কিন্তু আসতে দেরি হবে। রাতটা দুইটায় ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছাবে।’

মুনতাসিরকে চিকিৎসা সেবা দিচ্ছেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. এম ইউ কবীর চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুনতাসির আপাতত দুইমাসের জন্য বাড়ি যাবে। তার ওষুধ লিখে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: প্রতিশ্রুতি দিলেও মুনতাসিরের পাশে নেই কেউ!