বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা মেডিক্যালে ফ্রি টিকিটে স্বাস্থ্যসেবা

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফ্রি স্বাস্থ্যসেবা দিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। শনিবার সকালে টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায়, সেখানে রোগীরা প্রতিদিনের মতো দশ টাকা এগিয়ে দিচ্ছেন, কিন্তু আজ টাকা না নিয়েই টিকিট দেওয়া হচ্ছে।

হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে ফ্রি টিকিটকাউন্টারের টিকিট বিক্রেতা মাজেদুল হক খান বলেন, ‘সকাল থেকে ২ হাজার ৩০০টি টিকিট দেওয়া হয়েছে।’

মিথিলা (১৭) তার মায়ের জন্য টিকিট নিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মায়ের ব্রেস্ট ক্যান্সার। এখন কেমো দিতে হয়। মাকে নিয়ে এসে ফ্রি টিকিট পেয়ে খুব ভাল লাগল।’ ফ্রি টিকিট নিয়ে চিকিৎসক দেখানো আব্দুল মান্নান বলেন, ‘ফ্রি চিকিৎসা পেয়ে ভালো লাগল।’

এদিকে, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ হাসপাতালে ভাল খাবার দেওয়ার কথা রয়েছে। সব সরকারি হাসপাতালেই আজ চিকিৎসকরা সেবা দিচ্ছেন বলেও জানা গেছে।

এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক অাবুল কালাম অাজাদ বলেন, ‘আজ সারাদেশের হাসপাতালগুলোতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। জেলা পর্যায়গুলোতেও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা কয়েকটি হাসপাতালগুলো ঘুরে দেখেছি, সেখানে প্রচুর রোগী এসেছে। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে মা ও শিশু পুষ্টি নিয়ে অালোচনা সভা হয়েছে। অামরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সফলভাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছি।’