মে দিবসে ইউএইচএইচের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

IMG_8744_preview‘সুস্থ জাতি গড়বে সুস্থ দেশ’— এই লক্ষ্যে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সাল হেল্প হাব (ইউএইচএইচ)। তাদের আয়োজনে হয়ে গেলো চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের পালাখাল গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মঙ্গলবার (১ মে) ‘হেলদি ন্যাশন’ শীর্ষক ধারাবাহিক ক্যাম্পেইনের অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়।

পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও ১০ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় এবারের দিনব্যাপী ক্যাম্পে ৬০৫ জন রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছেন আয়োজকরা।

স্থানীয় ৪ নং পূর্ব সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ প্রান্তিক মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করায় ইউএইচএইচের সব চিকিৎসক ও স্বেচ্ছাসেবকের প্রতি ক্যাম্পে এসে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউএইচএইচের সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেছেন, “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী পাঁচ বছরে ৫০ হাজার প্রান্তিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী ‘হেলদি ন্যাশন’ কার্যক্রম চালানো হচ্ছে। পালাখালের আয়োজনটি ছিল সেই ধারাবাহিকতার অংশ।”

IMG_8552ক্যাম্পে সেবাদানকারী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. হাসিবুল ইসলাম নাহিদ বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী— বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ইউএইচএইচের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। তাদের দেখাদেখি অন্যান্য সংগঠনগুলো এক্ষেত্রে এগিয়ে এলে আমরা সুস্থ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবো।’

এ নিয়ে অষ্টম ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করলো ইউএইচএইচ। আগের সাতটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৭ হাজার ১১২ জন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন দিয়েছে সংগঠনটি। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণও করেছেন আয়োজকরা।