১৫-১৯ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক জনগণের স্বাস্থ্য সম্মেলন

স্বাস্থ্য সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনআগামী ১৫-১৯ নভেম্বর ঢাকায় চতুর্থ আন্তর্জাতিক জনগণের স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলন আয়োজক কমিটির সমন্বয়কারী ও জনগণের স্বাস্থ্য আন্দোলন-বাংলাদেশের সভাপতি জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে চতুর্থ আন্তর্জাতিক জনগণের স্বাস্থ্য সম্মেলন ২০১৮-এর উদ্দেশ্য তুলে ধরা হয়।

জাকির হোসেন বলেন, সম্মেলনে বিশ্বের প্রায় ৮০টি দেশ থেকে ৮০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশ থেকে প্রায় ৫০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি কাজ করছে। সম্মেলনস্থলে সাংবাদিকদের যাতায়াত সহজতর করতে সম্মেলন চলাকালে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ বিশেষ অধিবেশন, প্লেনারি অধিবেশন, ফিল্ম প্রদর্শন ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম উপস্থাপন করতে স্টল স্থাপন করার ব্যবস্থা থাকবে। এই সম্মেলনে ৫টি প্লেনারি, ২১টি সাবপ্লেনারি ও প্রায় ৪০টি বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।