নামমাত্র মূল্যে কিডনি পরীক্ষা করবে বিআরবি হাসপাতাল





বিআরবি হাসপাতালে কিডনি সচেতনতা সপ্তাহর উদ্বোধন করা হয়বিশ্ব কিডনি দিবস উপলক্ষে নামমাত্র মূল্যে কিডনি পরীক্ষা করবে বিআরবি হাসপাতাল। বুধবার (১৩ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদ। বিআরবি হাপাতালটির সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

ডা. এম এ সামাদ বলেন, ‘সুস্থ কিডনি সবার জন্য সর্বত্র’ এই স্লোগানে এবার বিআরবি হাসপাতাল কিডনি সচেতনতা ও সেবা সপ্তাহ পালন করছে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয়ে হাসপাতালটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বছরব্যাপী বিভিন্ন জনসচেতনতা ও সেবামূলক পদক্ষেপ গ্রহণ করে থাকে হাসপাতালটি। আন্তর্জাতিক কিডনি দিবস উপলক্ষে হাসপাতালের নিজস্ব কম্পাউন্ডে সপ্তাহব্যাপী কিডনি পরীক্ষা করা হবে। সেখানে নামমাত্র মূল্য রাখা হবে। কীভাবে আপনার কিডনি দীর্ঘদিন সুস্থ রাখতে পারেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে।’

কিডনি সচেতনতা ও সেবা সপ্তাহ এর উদ্বোধন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবির নন্দী। এ সময় তিনি কিডনি রোগ সম্পর্কে তার মতামত তুলে ধরেন।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এ রহমান, মেজর (অব.) ডা. এ কে এম মাহাবুবুল হক। আরও উপস্থিত ছিলেন, বিআরবি হাসপাতালের কর্মকতা ও চিকিৎসকরা।