স্বর্ণকারদের গড় আয়ু মাত্র ৫৯ বছর

1স্বর্ণকারদের অকাল মৃত্যুর হার বেশি, তাদের গড় আয়ু মাত্র ৫৯ বছর। শতকরা ৫৫ শতাংশের মৃত্যুর প্রধান কারণ কার্ডিওভাসকুলার রোগ, যার মধ্যে ইস্কেমিক হার্ট ডিজিজ ও স্ট্রোক অন্তর্ভুক্ত। মারা যাওয়া স্বর্ণকারদের রোগের ইতিহাস থেকে জানা গেছে, তাদের ৪৫ শতাংশ কার্ডিওভাসকুলার আর ২০ শতাংশ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিচালিত বাংলাদেশে স্বর্ণকারদের মৃত্যুর কারণ নিয়ে এক গবেষণার ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ এ গবেষণা পরিচালনা করে।

গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম। গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষক দলের প্রধান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান।

গবেষণার তথ্যে আরও জানানো হয়, অসংক্রামক রোগ বিবেচনায় নিলে দেখা যায়, মারা যাওয়া স্বর্ণকারদের ৬৫ শতাংশের উচ্চ রক্তচাপ, ৫০ শতাংশের ডায়াবেটিস, ৩৫ শতাংশের হৃদরোগ এবং ২০ শতাংশ কিডনি রোগে আক্রান্ত ছিলেন। একইসঙ্গে ৭৫ শতাংশ স্বর্ণকার দুই বা তারও বেশি অসংক্রামক রোগে ভুগছিলেন।

আবার মারা যাওয়া ৭০ শতাংশ স্বর্ণকার নিয়মিত ধূমপান ও ২০ শতাংশ ধোঁয়াবিহীন তামাক জাতীয় দ্রব্য সেবন করতেন, ৫০ শতাংশ নিয়মিত মদপান করতেন। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে আনুমানিক তিন লাখ মানুষ স্বর্ণকার পেশায় নিয়োজিত।