দেশের সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ

স্বাস্থ্য-অধিদফতর

আজ শনিবার (২১ মার্চ) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ করেছে সরকার। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আমীনুল হাসান ( হাসপাতাল ও ক্লিনিক) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সব সরকারি হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউট, জেলা সদর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সসহ সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের ব্যবস্থাপনাতে যেসব হাসপাতাল রয়েছে আমরা সবাইকে চিঠি দিয়েছি। কারণ, সরকারি হাসপাতালগুলোতেই ভিজিটর কন্ট্রোল করা হয় না।

এ নির্দেশনা কেন জানতে চাইলে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমরা তো বলছি যেন জনসমাগম না হয়, একজনের থেকে আরেকজনের দূরত্ব যেন থাকে। এখন আমরা একটি ভালনারেবল অবস্থায় আছি, তাই না যাওয়াই ভালো। হাসপাতালে একাধিক লোক একসঙ্গে হলে রোগী এবং দর্শনার্থী সবারই সংক্রমণের ঝুঁকি থাকে।