এখন এত পিপিই’র প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, চিকিৎসকদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের (পিপিই) এখন এত প্রয়োজন নেই। সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন, করোনা বিষয়ে এখন মানুষকে আতংকিত করা ঠিক হবে না। আমাদের এখন একটি দুর্যোগকালীন সময়। অন্যান্য দেশ থেকে বাংলাদেশ এখনও অনেক ভালো আছে।
মন্ত্রী বলেন, আমরা এখনও প্রস্তুত আছি। পিপিই তো কেউই আগে বানিয়ে রাখে না। চীনে যখন ছড়িয়েছিল তখন সেখানেও পিপিই ছিল না। এটা তৈরি হয় চীনে। বাংলাদেশে করোনা আসার আগেই আমরা অর্ডার দিতে চেয়েছিলাম। কাজেই আমরা মিথ্যা আশ্বাস কাউকে দেই না। যখন দরকার হয়েছে... তারপরও তো এখন এতো পিপিই’র প্রয়োজন নেই। এখন আমরা লাখ লাখ পিস পিপিই বানিয়ে রেখেছি। ৩ মাস আগে চিন্তা কোনও রাষ্ট্র করেছে কিনা আমি জানি না।
অন্যদিকে দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে। আজ সোমবার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।
তিনি জানান, নতুন করে আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৩৩ জন। নতুন ছয় রোগীর মধ্যে পুরুষ তিন জন, নারী তিন জন। এই কর্মকর্তা আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে তিন জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে দুই জন নার্স, একজন চিকিৎসক।