দেশের কোন এলাকায় কতজন করোনাভাইরাসে আক্রান্ত?

1

শনিবার (৪ এপ্রিল) দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৯ রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এ ভাইরাসে মোট শনাক্ত হয়েছেন ৭০ জন। কোভিড-১৯ নিয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) শুক্রবার (৩ এপ্রিল) তাদের ওয়েবসাইটে পুরো দেশের কোথায় কতজন আক্রান্ত সে হিসাব জানিয়েছে।
ওয়েবসাইটে দেখা যায়, ৩৬ রোগী নিয়ে সবচেয়ে বেশি রোগী রয়েছে রাজধানী ঢাকাতে। রংপুর, চুয়াডাঙ্গা, গাজীপুর, কুমিল্লা ও কক্সবাজারে একজন করে, গাইবান্ধায় চারজন, নারায়ণগঞ্জে ছয়জন, মাদারীপুরে ১০ জন রোগী রয়েছে। এদিকে ঢাকা শহরের সিটি করপোরেশনের ভেতর যাত্রাবাড়ী, ঢাকেশ্বরী আবাসিক এলাকা, কলাবাগান, রামপুরা, মহাখালী, বনানী, বারিধারা, খিলক্ষেত, উত্তরখান, মিরপুর ১১, সেনপাড়ায় একজন করে মোট ১১ জন রোগী আছে।

হাজারীবাগ, কাঁঠালবাগানের একাংশ, মগবাজার, মোহাম্মদপুর-লালমাটিয়া, মিরপুর ১০, উত্তরখানের একাংশ এসব এলাকাতে দুজন করে আক্রান্ত হলে মোট সংখ্যা দাঁড়ায় ১২ জন। বাংলাবাজারে তিনজন, বাসাবোতে চারজন, মিরপুরের মনিপুরে পাঁচজন, এতে করে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক আইইডিসিআরের একজন কর্মকর্তা জানান, তারা পুরো দেশের আক্রান্ত রোগীর সংখ্যা হালনাগাদ করে যাবেন।