করোনায় আক্রান্ত চিকিৎসকদের অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দেবে ড্যাব

1করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক ও এই পেশায় যুক্তদের পরিবারের সহযোগিতার জন্য অ্যাম্বুলেন্স সেবা সার্ভিস ও প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একইসঙ্গে প্লাজমা ডোনারদের তালিকা প্রস্তুত ও কোভিড-১৯ আক্রান্তদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে বিএনপিপন্থী চিকিৎসকদের এই সংগঠনটি।
রবিবার (২১ জুন) বিকালে ড্যাবের দফতর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ড্যাব। এরই অংশ হিসেবে আগামীকাল থেকে কয়েকটি সেবা শুরু হবে। সোমবার (২২ জুন) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনলাইনে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে ড্যাব বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করে আসছে। সেবামূলক কাজগুলোর মধ্যে সারাদেশে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু আছে।’
তিনি আরও বলেন, ‘জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, জনসচেতনতামূলক সেমিনার, চিকিৎসকদের মধ্যে পিপিইসহ সুরক্ষাসামগ্রী বিতরণ, রোজার মাসে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর চিকিৎসকদের মাঝে ইফতার ও সেহরি সরবরাহ, সারা বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মারা যাওয়া চিকিৎসকদের তালিকা প্রণয়ন ও খোঁজ-খবর এবং চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে ড্যাব। আগামী দিনেও আমাদের এই সেবা সামর্থ্য অনুযায়ী অব্যাহত থাকবে।’