‘শুধু চিকিৎসা দিয়ে ক্যানসার নিয়ন্ত্রণ সম্ভব না’

চিকিৎসা দিয়ে ক্যানসার নিয়ন্ত্রণ সম্ভব না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ক্যানসার নিয়ন্ত্রণে প্রাথমিক অবস্থায় প্রতিরোধ, অবস্থান নির্ণয়, চিকিৎসা ও প্রশমন সেবা নিশ্চিত করতে হবে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সিরাক-বাংলাদেশ এবং কমিউনিটি অনকোলোজি সেন্টারের যৌথ উদ্যোগে বিশ্ব ক্যানসার দিবসের আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব তথ্য দেন।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতি বছর প্রায় দুই লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার হার দিন দিন আরও বাড়ছে। প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় সাড়ে নয় লাখ মানুষ ক্যানসারে মৃত্যুবরণ করেন। মানুষ সচেতন না হলে এই মৃত্যুর হার আরও বাড়তে পারে বলে মনে করেন তারা। গোটা বিশ্বে ক্যানসার বৃদ্ধির একটাই কারণ, তা হলো খাদ্যাভাস। এজন্য চিকিৎসকের পরামর্শে আপনাকে ঠিক করতে হবে, কী খাবেন এবং কী খাবেন না।

আলোচনায় অংশ নেন ক্যানসার অ্যান্ড এনসিডি অ্যাওয়ারনেস প্রোগ্রামের কো-চেয়ারম্যান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, সিরাক- বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সিরাক- বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার রোকনুল রাব্বি, প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমা, চলচ্চিত্র নির্মাতা মশিউদ্দিন প্রমুখ।