পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ চীনা নাগরিকের করোনা শনাক্ত

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২২ বাংলাদেশি কর্মীসহ ৩৫ চীনা কর্মীর করোনা পজিটিভ পাওয়া গেছে। মঙ্গলবার পটুয়াখালীর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৫৭ কর্মী করোনা আক্রান্ত হন। এর মধ্যে ৩৫ চীন দেশের নাগরিক বাকি ২২ জন বাংলাদেশি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কেবলমাত্র কলাপাড়ার এই বিদ্যুৎ কেন্দ্রেই করোনা রোগী শনাক্ত হয়েছে। অন্য কোথাও কোনও রোগী পাওয়া যায়নি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্র। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তাদের সহস্রাধিক কর্মীর করোনা পরীক্ষার ব্যবস্থা করেছেন।

আক্রান্ত করোনা রোগীদের ইতোমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসাত মোহাম্মদ শহীদুল হক জানান, প্রায় সাড়ে চারশ’ চীনা নাগরিক এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন। এর আগে ১৫ জন শনাক্ত হন করোনায়।

সূত্র: ঢাকা ট্রিবিউন।