করোনাভাইরাস

‍শনাক্ত ও মৃত্যু বেশি ঢাকাতে

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ৩৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর তাদের মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন। তবে ঢাকা বিভাগসহ দেশের চার বিভাগেই গত ২৪ ঘণ্টায় হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৫৮ জন। এরপর চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৭০ জন, খুলনা বিভাগে এক হাজার ৬২১ জন, রাজশাহী বিভাগে এক হাজার ১৯৬ জন।

ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ৪৮৪ জন, রংপুর বিভাগে ৫৮৮ জন, বরিশাল বিভাগে ৫৩৩ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৪৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১০ জন। তাদের মধ্যেও ঢাকা বিভাগে মৃত্যু বেশি। এ বিভাগে মারা গেছেন ৬৯ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে আট জন।