করোনাভাইরাস

ঢাকায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০০ জন আর শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। এখন পর্যন্ত দেশে করোনায় সরকারি হিসাবে মোট মারা গেলেন ১৮ হাজার ৩২৫ জন আর মোট শনাক্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

আজ মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০০ জনের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে। এ বিভাগে মৃত্যু হয়েছে ৫১ জনের।

অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের ৪৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের সাত জন, সিলেট বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ১২ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন আট জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ হাজার ৫৭৯ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছেন। ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন চার ৮৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪০ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৬৩২ জন, রাজশাহী বিভাগে ৯৩৩ জন, রংপুর বিভাগে ৪৭৪ জন, খুলনা বিভাগে এক হাজার ৩৯৪ জন, বরিশাল বিভাগে ৬১১ জন আর সিলেট বিভাগে ৩৩৯ জন।