ঢাকা বিভাগে সর্বোচ্চ শনাক্ত-মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩৫ জন। তাদের নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে মোট মারা গেলেন ২১ হাজার ৩৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। নতুন শনাক্ত হওয়া ১৫ হাজার ৭৭৬ জনকে নিয়ে দেশে করোনায় সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৫ হাজার ৭৭৬ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৩ জন।

অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৩২ জন, বরিশাল বিভাগের আটজন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১২ জন করে।

এদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৫ হাজার ৭৭৬ জনের মধ্যে ঢাকা বিভাগে শনাক্ত  সাত হাজার ৭৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩৮ জন, চট্টগ্রাম বিভাগে তিন হাজার ৭৩৪ জন, রাজশাহী বিভাগে ৭৭১ জন, রংপুর বিভাগে ৫০২ জন, খুলনা বিভাগে ৯৪৬ জন, বরিশাল বিভাগে ৭৪০ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৭১০ জন।