২৫ দিনে ৬ হাজার ছাড়ালো ডেঙ্গু শনাক্ত  

চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। আগস্টের ২৫ দিনে ৬ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত। এছাড়া ডেঙ্গুতে এ পর্যন্ত  মারা গেছেন ৪০ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (২৪ আগস্ট) এ সংখ্যা ছিল ৩৮ জন।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৭৮ জন। এদের মধ্যে ২৩০ জনই ঢাকার, আর ঢাকার বাইরের ৪৮ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯০ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকায় আছেন ৯৮৭ জন, আর বাকি ১০৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগের। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৮ হাজার ৮৫৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৭ হাজার ৭২১ জন।