ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জন মারা গেছেন এবং নতুন করে রোগী ভর্তি হয়েছেন ২৮৮ জন। নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকায় ২৩২ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৫৬ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৭ জন। আর চলতি মাসে রোগী ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ১৫৩ জন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৫৬ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ৬৭ জন, আর বাকি ১৮৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ৫০৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৩ হাজার ১৯৬ জন।