করোনায় মৃতদের ৭১ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন

গত সপ্তাহে ( ১৮ অক্টোবর থকে ২৪ অক্টোবর) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। আর তাদের মধ্যে ৭১  দশমিক চার শতাংশই আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তারপরই রয়েছে উচ্চ-রক্তচাপ, বক্ষব্যাধি, হৃদরোগসহ অন্যান্য অসুখ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে যারা মারা গেছেন তাদের মধ্যে কোমরবিটিতে (আগে থেকেই অন্যান্য অসুখ) আক্রান্ত হয়ে মৃত্যুর হার তার আগের সপ্তাহের (১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর) তুলনায় ছয় দশমিক এক শতাংশ বেড়েছে।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে মারা যাওয়া ৫৫ জনের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন ৭১ দশমিক চার শতাংশ, উচ্চ-রক্তচাপে ৬৮ দশমিক ছয় শতাংশ, বক্ষব্যাধিতে ২২ দশমিক নয় শতাংশ, হৃদরোগে ১৭ দশমিক এক শতাংশ, কিডনি রোগে ১৪ দশমিক তিন শতাংশ, লিভার রোগে দুই দশমিক নয় শতাংশ, স্ট্রোকে পাঁচ দশমিক সাত শতাংশ, থাইরয়েডজনিত, রক্তজনিত রোগ ও ক্যান্সারে আক্রান্ত ছিলেন দুই দশমিক নয় শতাংশ করে।