করোনায় মৃত্যু নেই ৬০ জেলায়

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ছয়জন আর বাকি তিনজনের মধ্যে চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের আছেন একজন করে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধিদফতরের তথ্যমতে, মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় মারা গেছেন পাঁচজন আর গাজীপুর জেলায় মারা গেছেন একজন। আর চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, খুলনা বিভাগের যশোর ও রংপুর বিভাগের দিনাজপুরে মারা গেছেন একজন।

অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

পুরুষের দ্বিগুণ মৃত্যু নারীর

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ তিনজন আর নারী ছয়জন। অর্থাৎ, পুরুষের তুলনায় নারীর দ্বিগুণ মৃত্যু হয়েছে। অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৯৯ জন আর নারী ১০ হাজার ৭১ জন। শতকরা হিসেবে পুরুষ ৬৩ দশমিক ৯৯ শতাংশ আর নারী ৩৬ দশমিক এক শতাংশ।