৬৪ শতাংশই আক্রান্ত ছিলেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে

গত সপ্তাহে ( ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। তাদের মধ্যে পুরুষ ১১ জন আর নারী ১২ জন। এই ২৩ জনের মধ্যে আগে থেকেই অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন ১৪ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগে আক্রান্ত ছিলেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে।

সোমবার ( ৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে মারা যাওয়া ২৩ জনের মধ্যে ৬৪ দশমিক তিন শতাংশ আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন।

কিডনি রোগে আক্রান্ত ছিলেন ৩৫ দশমিক সাত শতাংশ, হৃদরোগে আক্রান্ত ছিলেন ২১ দশমিক চার শতাংশ, বক্ষব্যাধিতে আক্রান্ত ছিলেন ১৪ দশমিক তিন শতাংশ, লিভার জটিলতা আর থাইরয়েড রোগে আক্রান্ত ছিলেন সাত দশমিক এক শতাংশ।