২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনই নারী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। আর এই পাঁচ জনই নারী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট নারী মারা গেলেন ১০ হাজার ৯৮ জন। এদিকে গতকাল ( ১০ ডিসেম্বর) করোনাতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর। সেই একজনও ছিলেন নারী।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন আর ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন একজন। মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগের আছেন চারজন আর চট্টগ্রাম বিভাগের রয়েছেন একজন।

এই পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে আর একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনাতে আক্রান্ত রোগী শনাক্ত হন। তার ১০ দিন পর করোনাতে প্রথম রোগীর মৃত্য হয়। তিনি ছিলেন পুরুষ । করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯২৪ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে দেশে পুরুষের আক্রান্তের হার এবং মৃত্যুহার বেশি ছিল। ‘নারীর তুলনায় পুরুষেরা বাইরে যান বেশি, যে কারণে তারা আক্রান্ত হন বেশি। আর আক্রান্ত হলে মৃত্যুও বেশি হবে’ এমনটাই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। যার কারণে নারীদের আক্রান্ত এবং তাদের মৃত্যুহার কম ছিল। কিন্তু চলতি বছরের এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে নারী মৃত্যু বেড়ে যায়।

জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ-নাইট্যাগ) ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ মনে করেন, টিকা গ্রহণে পিছিয়ে থাকার কারণে নারী মৃত্যু বাড়ছে। হরমোনাল কারণে নারীরা এতদিন সুরক্ষা পেলেও টিকা নেওয়ার ক্ষেত্রে পুরুষের এগিয়ে থাকার কারণে নারী মৃত্যু বাড়ছে।