টানা ৩ দিন ‍মৃত্যুহীন ঢাকা

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মৃত ব্যক্তি রংপুর বিভাগের বাসিন্দা। শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে দেশের আট বিভাগের মধ্যে সাত বিভাগেই কারও মৃত্যু হয়নি।

অধিদফতরের তথ্যানুযায়ী, যে সাত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি তার মধ্যে রয়েছে ঢাকা বিভাগও। আর আগে গত দুদিনও করোনাতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে কারও মৃত্যু হয়নি। অর্থাৎ,পরপর তিনদিন ঢাকা বিভাগ করোনায় মৃত্যুহীন দিন দেখলো।

দেশে করোনা মহামারিকালে গত ২০ অক্টোবর প্রথম ঢাকা বিভাগ করোনায় মৃত্যুহীন ছিল। এরপর গত ৫ নভেম্বর ও ২৪ নভেম্বরও ঢাকা বিভাগ মৃত্যুহীন ছিল।

দেশে শুরু থেকেই ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত এবং মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। সেই থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

অধিদফতর জানাচ্ছে, করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৫৬ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ হাজার ২৪৯ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ হাজার ৬৮৮ জন, রাজশাহী বিভাগে দুই হাজার ৫৯ জন, খুলনা বিভাগে তিন হাজার ৬১৮ জন, বরিশাল বিভাগে ৯৪৯ জন, সিলেট বিভাগে এক হাজার ২৭৩ জন, রংপুর বিভাগে এক হাজার ৩৭৩ জন আর ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৪৭ জন।