ডাক্তার পদবি ব্যবহারে নিষেধাজ্ঞায় আপত্তি হোমিও চিকিৎসকদের

ডাক্তার পদবি ব্যবহারে স্বাস্থ্য অধিদফতরের নিষেধে আপত্তি জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসকরা। একইসঙ্গে স্বাস্থ্য অধিদফতর থেকে হোমিওপ্যাথি ডাক্তারদের নামের আগে ডাক্তার লিখতে পারবেন না বলে যে চিঠি দিয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি।

সোমবার (১৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোমিওপ্যাথি চিকিৎসক নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. ইফতেখার বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক সম্প্রতি হোমিও ডাক্তারদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না নির্দেশনা দিয়ে বিএমডিসির আইন-২০১০-এর বরাত দিয়ে যে চিঠি জারি করেছে তা সঠিক নয়। এটি অনভিপ্রেত ও দুঃখজনক।’

তিনি বলেন, ‘নিবন্ধিত চিকিৎসকরা বাংলাদেশ হোমিওপ্যাথি প্র্যাকটিশনার্স অধ্যাদেশ ১৯৮৩, মাদক আইন ২০১৮, ভেটেরনারি কাউন্সিল আইন ২০১৯ (২৩/২)-সহ সরকারের বিভিন্ন সময়ে জারি করা আদেশ অনুসারে নিবন্ধিত হোমিওপ্যাথি চিকিৎসকরা তাদের স্ব-স্ব নামের আগে ডাক্তার পদবি রাখার অধিকার রাখেন।’

তিনি দাবি জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে জারি হওয়া পত্রটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আপিল বিভাগে গৃহীত আবেদনটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে দায়িত্ব পালনরত হোমিও চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার প্রসঙ্গে কোনও কার্যক্রম গ্রহণ ও মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন কমিটির আহ্বায়ক ডা. মো. শাখাওয়াত ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ড. দিলিপ কুমার রায়, হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রার ও সচিব ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।