করোনা: ৫৬ জেলায় নতুন শনাক্ত নেই

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬ জন। তাদের মধ্যে দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে এক জেলায়, এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে সাত জেলায়। আর বাকি ৫৬ জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি।

রবিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর জানায়, দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় ৫২ জন। এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, মাদারীপুর ও মানিকগঞ্জ জেলায়। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও চাঁদপুরে, আর রাজশাহী বিভাগের নাটোর ও জয়পুরহাট জেলায়। এর বাইরে দেশের বাকি ৫৬ জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। বিভাগ হিসেবে দেশের আট বিভাগের মধ্যে পাঁচ বিভাগেই নতুন শনাক্ত নেই।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র।