দেশেই করোনার টিকা উৎপাদন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রতিবছর নেওয়ার প্রয়োজন হলে দেশেই এই টিকা উৎপাদনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শুক্রবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশেই করোনাভাইরাসের টিকা উৎপাদনে ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’ শুধু করোনার টিকা নয়, সবধরনের টিকারই উৎপাদনের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর প্রায় ১০ মাস পরে গেল বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৬ এপ্রিল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনামূল্যে কোভিড টিকা প্রদানের শুরু থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার ২৯ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ১২০ ডোজ টিকা সংগ্রহ করেছে। 

আর গত ২৯ মার্চ এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সেসময় পর্যন্ত মোট জনগোষ্ঠীর তিন চতুর্থাংশেরও বেশি মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আর ফ্রন্টলাইনারদের প্রায় ৯৭ থেকে ৯৮ শতাংশ লোক ভ্যাকসিনেটেড হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষার খোঁজ-খবর নেন। এসময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক প্রফেসর এনায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে: স্বাস্থ্যমন্ত্রী