করোনা ঊর্ধ্বমুখী হওয়ার শঙ্কা জাতীয় কমিটির

এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ উদ্বেগজনক। এখন থেকেই সতর্ক না হলে বাংলাদেশেও সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে পারে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজন করে সবাইকে কোভিড-১৯ নিয়ন্ত্রণে সতর্কাবস্থানে থাকার সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি।

সোমবার (২৫ এপ্রিল) করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ শঙ্কার কথা জানানো হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদদ সহিদুল্লার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৪ এপ্রিল) রাতে কমিটির সদস্যদের বৈঠক হয়। সেখানে কমিটির সদস্যরা একমত হন যে, বর্তমানে বাংলাদেশে করোনার সংক্রমণ নিম্নমুখী হলেও পার্শ্ববর্তী দেশসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী,যা উদ্বেগজনক।

কমিটি আশঙ্কা করছে, এখন থেকেই সতর্ক না হলে বাংলাদেশেও সংক্রমণ উর্ধ্বমুখী হতে পারে। তাই কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে সবাইকে করোনা নিয়ন্ত্রণে সতর্কাবস্থানে থাকার সুপারিশ করা হয়।

কমিটি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের সুপারিশ করে।

সেইসঙ্গে এ সংক্রান্ত সচেতনতা তৈরির জন্য প্রচার-প্রচারণা বাড়ানোর জন্য সুপারিশ করা হয়।