ঈদের দিন ঢামেকে আসা বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় আহত

ঈদুল ফিতরের দিনেও ব্যস্ত সময় পার করছেন ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চিকিৎসকরা। সকাল থেকেই রোগীদের চাপ, বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় আহত বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। মঙ্গলবার (৩ মে) সকাল থেকে ৬৩ জন চিকিৎসা নিয়েছেন বলে জানান তারা।

এদিন দুপুরে সরেজমিন ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগ ঘুরে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের ভিড়। যাত্রাবাড়ী থেকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে আসা সুমনের পরিবার জানায়, ঈদের দিন বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে সুমন ঘুরতে বের হয়েছিল। পথে দুর্ঘটনার শিকার হলে বন্ধুরা তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসে। সুমন ডান কাঁধে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানায় তার পরিবার।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে জনবল সবই আছে। চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। আরেকটি বিষয় হচ্ছে—এখান থেকে রোগীদের যাতে দালালরা কোনও সমস্যা তৈরি করতে না পারে, সেটিও আমরা নজরে রাখছি। আমাদের এখানে আনসার সদস্যরা আছেন, তারাও দায়িত্ব পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে আজকে যারা রোগী আসছে, এগুলো সচরাচর যে ধরনের রোগীরা আসেন, তারাই মূলত আসছেন। এরমধ্যে দুর্ঘটনাজনিত কারণেও অনেকে আসছেন। একজন আছেন গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত। এখানে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত আছেন, টিম হিসেবে কাজ করছেন।’