ঈদের ছুটিতেও ডায়রিয়ার প্রকোপ

রাজধানীসহ আশপাশের এলাকাগুলোতে ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে আসলেও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে বুধবার (৪ মে)  ছয়শ’র বেশি রোগী ভর্তি হয়েছেন।

১ মে থেকে ঈদের ছুটিসহ এপর্যন্ত দুই হাজার ৪১১ জন ডায়রিয়া রোগী আইসিডিডিআরবিতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ মে ৬৩১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হন। এরপর ২ মে ৫৫৯ জন, ঈদের দিন ৩ মে ৪২৯ জন, ৪ মে ৬৪১ জন এবং বৃহস্পতিবার (৫ মে) সকাল ১০টা পর্যন্ত ১৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আইসিসিডিআরবি’র হাসপাতাল বিভাগের প্রধান ডা. বাহারুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের দিন এবং ঈদের পরদিন আমাদের হাসপাতালে ডায়রিয়া রোগীর প্রকোপ কম ছিল। কিন্তু বুধবার রোগীর সংখ্যা আবারও  বেড়ে গেছে। ঈদের দিন  ৪২৯ জন রোগী ছিল। এটাকে আমরা স্বাভাবিক ধরে নেই। গড়ে ৩০০-৩৫০ রোগী সারা বছরই থাকে। কিন্তু গতকাল রোগী বেড়ে ৬৪১ হয়ে গেলো। এটাকে আমরা স্বাভাবিক বলি না।  বলা যায়, ডায়রিয়ার প্রকোপ রয়ে গেছে এখনও। অনেক লোক ঈদে ঢাকার বাইরে চলে যাওয়ার পরও, যখন এত রোগী আসছে, তাতে বলা যায় প্রাদুর্ভাব এখনও আছে।’

প্রসঙ্গত, মার্চের মাঝামাঝি থেকেই দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত ১৬ মার্চ সর্বপ্রথম এক হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির খবর জানিয়েছিল আইসিডিডিআর,বি। এর পরদিনই (১৭ মার্চ) আরও এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর রোগীর সংখ্যা আরও বাড়তে থাকে। গত ৪ এপ্রিল রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিলেন।

তবে ৮ এপ্রিলের পর হাসপাতালটিতে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমতে থাকে। এরপর ১৪ এপ্রিল দীর্ঘ একমাস পর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা এক হাজারের নিচে নেমে আসে।