করোনায় মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে দ্বিমত স্বাস্থ্য অধিদফতরের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উল্লিখিত করোনায় মৃত্যুর সংখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করেছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটি বৃহস্পতিবার (৫ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের তুলনায় পাঁচ গুণ বেশি। সংস্থাটির তথ্যমতে, বিশ্বে করোনায় মোট মৃত্যু সংখ্যা দেশগুলোর সরকারের প্রকাশিত সংখ্যার চেয়ে তিন গুণ বেশি। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম। শুক্রবার (৬ মে) দুপুরে তিনি বাংলা ট্রিবিউনকে স্বাস্থ্য অধিদফতরের দ্বিমতের বিষয়টি জানান।

দেশে করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার পর্যন্ত ২৯ হাজার ১২৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতরর। টানা গত ১৫ দিন ধরে করোনাভাইরাসে মৃত্যুশূন্য রয়েছে দেশ। আর গত বছরের ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ছিল ২৮ হাজার ৭২ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোভিডের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় এক কোটি ৪৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা বিভিন্ন দেশের সরকারি হিসাবের চেয়ে ৯৫ লাখ বেশি। ওই সরকারি হিসাবে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৫৪ লাখের কিছু বেশি ছিল।

প্রতিবেদনে সরকারিভাবে ১০ হাজারের বেশি মৃত্যু দেখানো হয়েছে— এমন ১০টি দেশের কথা উল্লেখ করা হয়েছে। এ তালিকায় প্রথমেই রয়েছে মিসর। দেশটিতে প্রকৃত মৃতের সংখ্যা ১১ দশমিক ৬ গুণ বলে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্বিতীয় স্থানে থাকা ভারতে মৃতের প্রকৃত সংখ্যা সরকারিভাবে প্রকাশিত সংখ্যার চেয়ে ৯ দশমিক ৯ গুণ বেশি বলে উল্লেখ করা হয়েছে।