বিএসএমএমইউতে মাংকিপক্স শনাক্ত হয়নি

সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (২৩ মে) বিকাল থেকেই গুঞ্জন শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মাংকিপক্স আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। একজন চিকিৎসকের বরাত দিয়ে মুহূর্তের মধ্যে ওই বার্তা ভাইরাল হয়। তবে এটাকে গুজব বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, কোনও মাংকিপক্সের রোগী পাওয়া যায়নি। একটি মহল গুজব ছড়াচ্ছে।

অন্যদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে মাংকিপক্স আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের কাছে এখনও কোনও নমুনা আসেনি।