২৪ ঘণ্টায় শনাক্ত আরও ২৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, শনাক্ত হয়েছেন ২৮ জন।  এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩০ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জন। শনিবার (২৮ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৮৩ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ১৯১ জন, এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ২ হাজার ২০৭ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ২৬৪টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৫৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৭ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৮৩ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৩৮ শতাংশ, মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।